মুন্সিগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাত দলের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের পর পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতরা নদীপথে সরে যায়। এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন ওই ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা ৫-৬টি ট্রলার নিয়ে নদীতে প্রবেশ করে এবং ক্যাম্পের কাছাকাছি এসে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ট্রলার থেকে ক্যাম্পের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়াছুড়ি হয়। ডাকাতরা প্রায় ১০০ রাউন্ড গুলি চালায়, আর পুলিশ প্রতিরোধে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশ জানায়, বিকেল পৌনে ছয়টার দিকে টিকতে না পেরে হামলাকারীরা ট্রলার নিয়ে মতলবের দিকে সরে যায়। গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, সন্ত্রাসীরা এখনো নদীর কিছু অংশে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সম্প্রতি চালু হয়েছে গুয়াগাছিয়া নৌপুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে নয়ন-পিয়াস গ্রুপ মেঘনা নদীপাড়ে ডাকাতি ও জলদস্যুতার সাথে জড়িত থাকার অভিযোগে আলোচিত।
মুন্সিগঞ্জে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাত দলের হামলা
- আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৩:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৩:০৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ