ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম তেহরানে তেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন ধোঁয়ায় ঢেকে গেল রাজধানী তুরস্ক–সিরিয়া সামরিক চুক্তি: আঞ্চলিক প্রভাব বাড়াতে নতুন কৌশল মাইক্রোসফট–ইসরায়েল চুক্তি নিয়ে বিতর্ক: ক্লাউড প্রযুক্তি সহযোগিতা নাকি নজরদারি কেলেঙ্কারি? আফ্রিকায় তুরস্কের ‘বায়রাকতার কূটনীতি’: সেনেগালে ড্রোন কারখানা, বাড়ছে আঙ্কারার প্রভাব মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মচারী হাসপাতালে অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক সোমবার: ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা শিক্ষা ও সেবা হাসপাতাল পৃথকীকরণে সরকারের উদ্যোগ: চিকিৎসা খাতে নতুন সংস্কারের পরিকল্পনা মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ নিয়ে বিতর্ক, বাড়ছে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ: বিদ্রোহীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন আহ্বায়ক ও সদস্য সচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:২৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:২৯:১৮ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ: বিদ্রোহীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন আহ্বায়ক ও সদস্য সচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ ছবিঃ প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

১৭ আগস্ট ২০২৫, রবিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গঠিত (৮ আগস্ট ২০২৫, বর্ধিত আহ্বায়ক কমিটি ও হল কমিটির ঘোষণা দেওয়া হয়) বিতর্কিত বর্ধিত আহ্বায়ক কমিটি ও হল কমিটি নিয়ে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী অবস্থান নেন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে।
 
দুপুর আনুমানিক ১১:৩০ থেকে ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করেন। সাথে ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ শীর্ষ ৫ নেতা; তারা সবাই শিক্ষক লাউঞ্জে অবস্থান নেন। 
 
কিন্তু অপর দলে থাকা আনুমানিক শতাধিক নেতাকর্মী কিছুক্ষণের মধ্যেই ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেন। ‘বহিরাগতদের ক্যাম্পাসে আনা হয়েছে’, 'পকেট কমিটি মানি না, মানবো না' এর মতো বিভিন্ন স্লোগান ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। 
 
উভয় পক্ষের অবস্থান ক্রমশ সংঘর্ষে পরিণত হলে উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত রাখতে সক্ষম হন। 
 
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এই ঘটনার প্রেক্ষাপটে বলেন, "যাঁরা বিশৃঙ্খলা করেছেন, তাঁদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কিছু নেতাকর্মী রয়েছেন। এর পাশাপাশি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এটার সাথে জড়িত। একটি কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিছু অসংগতি থাকলেও থাকতে পারে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কিন্তু এটার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করছে।"
 
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম. রাশিদুল আলম জানান, "ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রক্টরিয়াল টিম সেটা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।"
 
এই ঘটনা শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে বিভক্ত শাখা গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। শাখা ছাত্রদল গত ৮ আগস্ট বর্ধিত আহ্বায়ক কমিটি ও ১৭টি হল কমিটি ঘোষণা করেছিল; যেখানে বিতর্কিত কর্মীদের পদায়ন এবং ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগও ছিল। 
 
সর্বোপরি, এই সংঘর্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর ভিতরেও নেতৃত্ব, স্বচ্ছতা এবং প্রতিনিধিত্বের চ্যালেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো রাজনৈতিক বা সংগঠনতান্ত্রিক ঘটনায় ছাত্র সমাজের ভবিষ্যৎ তৈরির মতো দায়িত্ব অক্ষুণ্ণ রাখা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম

মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম