গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে সংগঠনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কাঠামো বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় বলে পর্যবেক্ষকরা মনে করেন।