ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলি হস্তক্ষেপের মধ্যে সুমুদ ফ্লোটিলা চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি নেতানিয়াহুর সফরে পাল্টে গেল ট্রাম্পের গাজা পরিকল্পনা সুদানে জুমার নামাজে মসজিদে রকেট হামলা, নিহত ৭৫ তুর্কি হুরজেটের জন্য মার্কিন ইঞ্জিন অনুমোদন মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা নিউইয়র্কে মার্কিন টেক ডেভেলপারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক নৌঘেরাটোপে গ্লোবাল সুমুদ—ইসরায়েলের আত্মপ্রতারণা সন্নিকটে? হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান লকহিডের পরিকল্পনা: পুরনো F-22 র‌্যাপ্টরকে আধুনিক ব্লক-৩০/৩৫ মানে আপগ্রেড গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম, কিন্তু পারমাণবিক বোমায় না: খামেনি লিবিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার দখলে তীব্র লড়াই, প্রো-জিএনইউ ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বৈঠকে রাজি জেলেনস্কি, পুতিনের মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান; কাজাখস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু

নৌঘেরাটোপে গ্লোবাল সুমুদ—ইসরায়েলের আত্মপ্রতারণা সন্নিকটে?

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
নৌঘেরাটোপে গ্লোবাল সুমুদ—ইসরায়েলের আত্মপ্রতারণা সন্নিকটে? ছবি: সংগৃহীত
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা রাডারে ২০টির বেশি অজ্ঞাত জাহাজ দেখা ও ইসরায়েলি নৌবাহিনীর মোকাবেলার আশঙ্কার মধ্যে রয়েছে; বহর জরুরি অবস্থা ঘোষণা করেছে, বেশ কিছু জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যাত্রীরা লাইফ জ্যাকেট পরেছে। 
 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংগঠকরা বলছেন, তাদের রাডারে বিপর্যয়জনকভাবে একাধিক অজ্ঞাত জাহাজ ধরা পড়েছে এবং ইসরায়েলি নৌবাহিনী দ্রুত হস্তক্ষেপ করতে পারে—এই কারণে তারা জরুরি অবস্থা ঘোষণা করে সতর্কতা বাড়িয়েছে। আল জাজিরার লাইভ রিপোর্ট ও বহরের উদ্ধৃতি অনুযায়ী বহু জাহাজে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, যোগাযোগজ্যামিং ও নিরাপত্তা হুমকির খবর এসেছে; পাশাপাশি কিছু জাহাজ ওই এলাকার ভেতরে আটকে পড়ার বা ক্রুদের আটক হওয়ার ঘটনাও জানা গেছে। 
 
ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজার জন্য প্রতীকী ও সীমিত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করা। তাদের মধ্যে কিছু নৌকা—যা আন্তর্জাতিক ও নাগরিক সমাজের সমর্থকদের বহন করছে—ইতালি, ইস্পানি ও অন্যান্য দেশ থেকে ছাড়ে। ইটালি এবং স্পেনের নৌবাহিনী সীমিত সমর্থন দিয়েও সরাসরি সংঘাতে অংশ নেবে না বলে পূর্বে জানিয়েছে; ফলে উত্তেজনা থাকা সত্ত্বেও সংঘাত এড়াতে কূটনীতিক ও সমুদ্রনীতিগত জটিলতা বজায় রয়েছে। 
 
আন্তর্জাতিক সংবাদের বিশ্লেষণ জানাচ্ছে—সমুদ্রবিধি ও বন্দরবিধির দিক থেকে ইসরায়েলের ব্লকেড প্রয়োগ কতটুকু বৈধ তা মিশ্র। যদি একটি রাষ্ট্রের নিরাপত্তা দাবির ভিত্তিতে blockade চালু থাকে, তাতে নির্দিষ্ট শর্তে বহরে হস্তক্ষেপ করতে পারে; অন্যদিকে মানবিক সুরক্ষা ও নিরপেক্ষ বিতরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন বিশেষ রূপরেখা দেয়। তাই ঘটনার পরিণতি মেরুকরণ করবে কৌটিল্যপূর্ণ আইনগত ও কূটনীতিক সিদ্ধান্তগুলো। 
 
ফ্লোটিলার ক্রুরা ও অংশগ্রহণকারীরা সরাসরি ভিডিও বার্তা ও বিবৃতিতে সহায়তার মাত্রা সীমিত হওয়া সত্ত্বেও গণতান্ত্রিক ও মানবিক উদ্দেশ্য জোর দিয়ে বলেছেন তারা যাত্রা থামাবে না; অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষকে নজিরভিত্তিক নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য অভিযানের কথা জানাতে দেখা গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়—ইউরোপীয় দেশের সরকার, মানবাধিকার গোষ্ঠী ও সংবাদমাধ্যম—ঘটনার দিকে তাকিয়ে আছে এবং দ্রুত ঘটে যাওয়া ইভেন্টগুলো কূটনৈতিক চাপ ও বিরাট মিডিয়া মনোযোগ বাড়াচ্ছে। 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর