ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক প্যালান্টির উপদেষ্টা জ্যাকব হেলবার্গ, র্যাম্পের সিইও এরিক গ্লাইম্যান, এরিক উ, প্রযুক্তি বিনিয়োগকারী কিথ রাবোইস, ভার্সেল সিইও গুইলার্মো রাউচ এবং লাক্স ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা জোশ উলফ।
নেতানিয়াহু তার স্ত্রী ও দুইজন সহযোগীকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দেন। যদিও এটি ছিল “অনানুষ্ঠানিক আলোচনা”, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনা এগিয়ে নিতে এর গুরুত্বকে বিশ্লেষকরা বিশেষভাবে দেখছেন।