বাংলাদেশ হাইকমিশন এখন থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে তাদের নিজস্ব চ্যান্সারি ভবন থেকে কার্যক্রম পরিচালনা করবে। দীর্ঘদিন ভাড়াবাড়ি থেকে কার্যক্রম চালানোর পর এই পদক্ষেপে কনস্যুলার সেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
হাইকমিশনের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে এবং একই সঙ্গে পুরোনো ঠিকানা পরিবর্তন করে সম্পূর্ণ সেবা এখন নতুন স্থাপনাতেই প্রদান করা হবে।
নতুন ঠিকানা হলো—বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। যোগাযোগের জন্য ফোন: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: [email protected]।
এর আগে হাইকমিশনের চ্যান্সারি ভবন ছিল শহরের এফ ব্লকে। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে সরকারি কূটনৈতিক কার্যক্রম ও প্রবাসী সেবার পরিবেশ আরও প্রাতিষ্ঠানিক ও নিরাপদ হলো। এখন থেকে পাসপোর্ট, ভিসা, কনস্যুলার ও প্রবাসী সংক্রান্ত প্রতিটি সেবা এই নতুন ভবন থেকে প্রদান করা হবে।