গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানের আটক সদস্যরা ইসরায়েলে আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থা ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এ খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আটক অভিযাত্রীরা ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। ফ্লোটিলা মিশনের উদ্যোক্তারা দাবি করছেন, এটি ছিল সম্পূর্ণ মানবিক সহায়তা অভিযান, যেখানে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়।
এর আগে, গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে প্রায় ৫০টি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা উপকূলের দিকে রওনা হয়। এই নৌবহরে বিভিন্ন মানবাধিকার কর্মী, নাগরিক প্রতিনিধি ও কর্মীসহ ৪৪টি দেশের প্রায় ৪৫০ জন অংশ নেন। তাদের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের অবরোধে ক্ষতিগ্রস্ত গাজার সাধারণ মানুষকে সহায়তা দেওয়া।
তবে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী একে একে সবগুলো জাহাজ আটক করে। আটক ব্যক্তিদেরও ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ফ্লোটিলা আয়োজকরা অভিযোগ করেছেন, মানবিক সহায়তা ঠেকাতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলে অভিযাত্রীদের আমরণ অনশন
- আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৪:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৪:৫৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ