সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর রাতে পুষ্পমাল্য অর্পণের ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পুষ্পমাল্য অর্পণ করা হলেও দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন, তার সঙ্গে থাকা আরেকজন মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের কেউ এখনও আটক হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে পোস্ট দিয়ে ইউএনওর ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে তিনি প্রতিকৃতি ভাঙা ঠেকাতে বাধা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।