বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাসেল হাওলাদার (উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে), রাব্বি সরদার (২৪), শাওন ব্যাপারী (২৫) ও মামুন হাওলাদার (২৫)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করত।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন জানান, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।