এর আগে অনলাইনে কেবল হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই ব্যবস্থায় এখন যেকোনো বিষয়ে জিডি করতে পারবেন নাগরিকরা। এজন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইট gd.police.gov.bd-এ গিয়ে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন করলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
নিবন্ধনের পর ব্যবহারকারী পোর্টালে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জিডি জমা দিতে পারবেন। হারানো জিনিস বা ঘটনার বিবরণ, সময়, স্থান এবং প্রয়োজনে ছবি বা নথি সংযুক্ত করার সুযোগও থাকবে। আবেদন জমা দেওয়ার পর এর অগ্রগতি অনলাইনে দেখা যাবে এবং প্রয়োজনে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।
ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডি করতে কোনো ফি লাগে না এবং নাগরিকদের সঠিক ও স্পষ্ট তথ্য প্রদান অত্যন্ত জরুরি, যাতে তদন্ত কার্যক্রম সহজ হয়। এ উদ্যোগের মাধ্যমে ঘরে বসেই আইনশৃঙ্খলা বিষয়ক সেবা নাগরিকদের কাছে আরও দ্রুত পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।