ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্য গার্ডিয়ান: ইসরায়েলই এখন পশ্চিম এশিয়ার প্রধান হুমকি ইয়েমেনি বাহিনী তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সুদানের আরএসএফ পেল ইউএই থেকে দূরপাল্লার ড্রোন মিসর ইসরায়েলের হামলার ষড়যন্ত্র ঠেকাল! লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন প্রথমবার তাইওয়ান প্রণালীতে চীনের ‘ফুজিয়ান’ বিমানবাহী রণতরী পশ্চিম তীরে দখল প্রক্রিয়া নিয়ে ইসরায়েলে মার্কো রুবিও গুগলের এআই এখন বানাবে Shorts ভিডিও চীনের সহায়তা বন্ধ হলে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে: মার্কিন দূত সিরিয়ার প্রেসিডেন্টের দাবি: আসাদের পতনে হতবাক হয়েছিল ইসরায়েল লেবাননে স্টারলিঙ্ক: বদলে যেতে পারে ইন্টারনেটের ভবিষ্যৎ আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত হাসিনা আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: ফিনান্সিয়াল টাইমস প্রামাণ্যচিত্রে বিস্ময়কর দাবি কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ

পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:৪৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৪৭:৪১ অপরাহ্ন
পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু রোহান খান (১৮)
চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় রোহান খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে থেমেছিলেন রোহান খান। মুহূর্তেই দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় চোখের পলকে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন রোহান।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।
 
পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা—‘আম্মুকে ডাকো।’”
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।
 
এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নারিকেল তলা ও ফকিরহাট এলাকায়। পরিচিতজনেরা বলছেন, রোহান ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্বশীল তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, বন্ধুরা জানাচ্ছেন শোক।
 
বন্দর থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে, মরদেহ ময়নাতদন্তের শেষে রোহানের দেহ মায়ের কাছেই পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা

দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা