পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:৪৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:৪৩:১০ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় রোহান খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে থেমেছিলেন রোহান খান। মুহূর্তেই দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় চোখের পলকে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন রোহান।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।
 
পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা—‘আম্মুকে ডাকো।’”
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।
 
এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নারিকেল তলা ও ফকিরহাট এলাকায়। পরিচিতজনেরা বলছেন, রোহান ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্বশীল তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, বন্ধুরা জানাচ্ছেন শোক।
 
বন্দর থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে, মরদেহ ময়নাতদন্তের শেষে রোহানের দেহ মায়ের কাছেই পাঠানো হয়েছে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]