অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ঘটে বিকেল ৫টা ১১ মিনিটে। আসামের উদালগুড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে, মাটির ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল শনাক্ত করা হয়। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।