আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:২১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:২১:২৫ অপরাহ্ন
রোববার বিকেল পাঁচটার পরপরই বাংলাদেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১৪ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
 
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ঘটে বিকেল ৫টা ১১ মিনিটে। আসামের উদালগুড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে, মাটির ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল শনাক্ত করা হয়। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
 
এখন পর্যন্ত এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]