ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, কেন ও কিভাবে?

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩১:৫৩ পূর্বাহ্ন
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, কেন ও কিভাবে? ছবি: আল-জাজিরা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে, যা ইতোমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে একটি প্রাচীন মন্দির সংলগ্ন বিতর্কিত এলাকায় সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও ১৩০ জন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
 

মূলত মে মাসে সীমান্তে গুলিবিনিময়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল, যা শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয়।
 

থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে মাইন পুঁতে সেনাকে পঙ্গু করার অভিযোগ এনেছে। পাল্টা অভিযোগে কম্বোডিয়া বলছে, থাই সেনাবাহিনী আকাশপথে আক্রমণ চালাচ্ছে এবং বেসামরিক এলাকাকে লক্ষ্য করছে। কম্বোডিয়া ট্রাক-মাউন্টেড রকেট লঞ্চার ব্যবহার করছে, আর থাইল্যান্ড জবাবে যুক্তরাষ্ট্র-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে।
 

সংঘর্ষের কারণে থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে ১.৩ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে এবং কম্বোডিয়ার ১২ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।
 

দুই দেশের মধ্যে বহুদিন ধরেই ৮১৭ কিলোমিটার স্থলসীমান্ত নিয়ে বিরোধ চলে আসছে। এর কেন্দ্রে রয়েছে ১১শ শতকের প্রাচীন হিন্দু মন্দির "প্রোহ বিহার" (থাই ভাষায় ‘খাও প্রা বিহান’)। ১৯৬২ সালে আইসিজে মন্দিরটি কম্বোডিয়ার বলে রায় দিলেও থাইল্যান্ড এখনো এর আশপাশের জমির ওপর দাবি করে আসছে।
 

সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে সমুদ্রসীমায় যৌথ জ্বালানি অনুসন্ধান, কম্বোডিয়ার নাগরিকদের সীমান্ত অতিক্রম করে থাই মন্দিরে প্রবেশ, এবং থাই প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত ফোনালাপ ফাঁস হওয়া।
 

সংঘর্ষ বন্ধে গত মাসে দুই দেশ আলোচনায় বসলেও কোনো সমাধান আসেনি। কম্বোডিয়া বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলতে চাইলেও থাইল্যান্ড তা প্রত্যাখ্যান করেছে এবং দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান চায়।
 

সর্বশেষ, কম্বোডিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দিয়েছে যে, থাইল্যান্ড ‘উস্কানিমূলক সামরিক আগ্রাসন’ চালাচ্ছে। তবে থাইল্যান্ড বলছে, আলোচনার পথ তখনই খোলা, যখন কম্বোডিয়া সহিংসতা বন্ধ করবে।
 

তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস