হাইকমিশন সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন, যাদের পোড়া রোগীদের চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। চার সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দুইজন চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেন।
ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহায়তার প্রস্তাব আসছে। ভারত, আমেরিকা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞরাও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান চিকিৎসা প্রটোকল অনুসারে কাজ চলছে, তবে ভালো পরামর্শ থাকলে তা গ্রহণ করা হবে।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং বহু শিক্ষার্থী আহত হয়েছেন।