রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী—এই ক্ষতি অপূরণীয়।”
মোদি আরও বলেন, “পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” শোকবার্তার শেষে তিনি বাংলাদেশের প্রতি ভারতের সংহতির বার্তা দিয়ে জানান, এ ঘটনায় ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত তারা।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১৬৪ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শোক প্রকাশ মোদির, ভারতের সহায়তার আশ্বাস
- আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৩৮:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৩৮:৫১ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ