এই মর্মান্তিক ঘটনাটি বিশ্বের বিভিন্ন নামকরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। প্রথমে একজনের মৃত্যুর কথা জানালেও পরে মৃতের সংখ্যা ১৯ বলে জানানো হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
মার্কিন সাময়িকী নিউজউইক ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে সংবাদ প্রচার করে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনও দুর্ঘটনাটির খবর প্রকাশ করেছে।
এছাড়াও ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া এবং অন্যান্য প্রধান গণমাধ্যমগুলোও এ ঘটনায় খবর প্রকাশ করেছে।