দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টিও।
এই দুই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদফতর। এ অবস্থায় নদী পথের যাত্রী ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ময়মনসিংহ-সিলেটে বাড়তি সতর্কতা
- আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৪:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৪:১৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ