বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর, চারুকলা স্কুল এবং খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, “২০২৪ সালের জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞ আজও স্মৃতিতে জাগ্রত। অনেক ছাত্র ও সাধারণ মানুষ এখনো চিকিৎসাধীন। তাদের আত্মত্যাগেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো খুনিদের বিচার হয়নি। এ আয়োজন সেই বিচারের দাবিতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক ও কর্মসূচি আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং কমিটির সদস্য-সচিব ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।