প্রকাশিত ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
বোর্ডভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা:
ঢাকা: ৩৭,০৬৮ জন
রাজশাহী: ২২,৩২৭ জন
কুমিল্লা: ৯,৯০২ জন
যশোর: ১৫,৪১০ জন
চট্টগ্রাম: ১১,৮৪৩ জন
বরিশাল: ৩,১১৪ জন
সিলেট: ৩,৬১৪ জন
দিনাজপুর: ১৫,০৬২ জন
ময়মনসিংহ: ৬,৬৭৮ জন
মাদ্রাসা: ৯,০৬৬ জন
কারিগরি: ৪,৯৪৮ জন
পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড (৭৭.৬৩%)। এরপর যশোর (৭৩.৬৯%), কারিগরি (৭৩.৬৩%), চট্টগ্রাম (৭২.০৭%), মাদ্রাসা (৬৮.০৯%), সিলেট (৬৮.৫৭%), ঢাকা (৬৭.৫১%), দিনাজপুর (৬৭.০৩%), কুমিল্লা (৬৩.৬০%), ময়মনসিংহ (৫৮.২২%) এবং বরিশাল বোর্ড (৫৬.৩৮%)।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে পরীক্ষা এবং মাত্র দুই মাসেই ফল প্রকাশ করা হয়। ফল মূল্যায়ন বাস্তব নীতির ভিত্তিতে সম্পন্ন হয়েছে।