ইরানের ইসলামপন্থী সরকার সরকারবিরোধী বিক্ষোভকারীদের 'মোহারেব' বা আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা সংবিধানের ১৮৬ নম্বর ধারার অধীনে সশস্ত্র বিদ্রোহের শাস্তি। শনিবার অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে, যখন প্রায় দু'সপ্তাহ ধরে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। এই পদক্ষেপ বিক্ষোভের তীব্রতা আরও বাড়াতে পারে, যেখানে সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে।
বিক্ষোভের মূল কারণ ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট, যেখানে জাতীয় মুদ্রা ইরানি রিয়ালের মান ডলারের বিপরীতে ৯ লাখ ৯৪ হাজার ৫৫-এ নেমে এসেছে, ফলে খাদ্য-বস্ত্র-চিকিৎসায় মূল্যস্ফীতি সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারে ধর্মঘট থেকে শুরু হয়ে এটি ৩১টি প্রদেশের শহর-গ্রামে ছড়িয়ে পড়েছে, দেশকে অচল করে দিয়েছে। সরকারের প্রতিক্রিয়ায় শনিবার সেনাবাহিনী এবং আইআরজিসি নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছে।
পটভূমিতে, সরকারবিরোধী আন্দোলন দিন দিন তীব্র হচ্ছে, যাতে পুলিশ, সেনা এবং গার্ড কর্পস জড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর আশঙ্কা জাগাচ্ছে।
ডেস্ক রিপোর্ট