জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদেশি মদ বহন ও সেবনের অভিযোগে সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর নির্দিষ্ট ধারা অনুসারে এই শাস্তি দেওয়া হয়েছে, যা ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের কঠোর অবস্থানের পরিচয়ক।
সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন অভিযান চালিয়ে ৭২৩ নম্বর কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে আসামীকে আটক করে। হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনা জাবি ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে নতুন করে সামনে এনেছে, যেখানে হল কর্তৃপক্ষ ও হল সংসদের যৌথ অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা জাগরূকতা বাড়ানোর উদ্যোগ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের অবগতির জন্য এই সিদ্ধান্ত প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
স্টাফ রিপোর্টার