বুধবার সন্ধ্যায় রাজশাহীর বিনোদপুরের একটি মেস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রী লামিসা নওরীন পুষ্পিতা (২১)-এর এই দুঃখজনক মৃত্যুতে প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ উঠেছে, যদিও কারণ এখনও জানা যায়নি। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং পরিবারের সদস্যদের আগমনের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
লামিসা ঝিনাইদহের কুদরত উল্লাহ বিপ্লবের সন্তান এবং রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন, জুলাই-৩৬ হলের সঙ্গে যুক্ত। সহপাঠীদের বক্তব্য অনুসারে, সন্ধ্যা ৬টার দিকে লেবুবাগান এলাকার মেসে তিনি গলায় ফাঁস দেন। অন্যান্য ছাত্রীরা তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে স্থানান্তর করেন, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, লামিসার বাবাকে খবর দেওয়া হয়েছে এবং তিনি রওনা হয়েছেন। পরিবারের সঙ্গে কথোপকথনের পর লাশ হস্তান্তর করা হবে। তিনি বলেন, "প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি।"
রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান নিশ্চিত করেন, মেসের ছাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে যায় যখন তিনি ইতিমধ্যে মৃত। বিশ্ববিদ্যালয় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পরিস্থিতি নিরীক্ষণ করছে।
ডেস্ক রিপোর্ট