সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোকের প্রেক্ষাপটে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বুধবার ও বৃহস্পতিবার নির্ধারিত ভাইভা পরীক্ষা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় ৩১শে ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি থাকায় ওই দিনের এবং পরদিন ১লা জানুয়ারির সব মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কমিশন জানায়, স্থগিত হওয়া ভাইভা পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ডেস্ক রিপোর্ট