সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গকশিস নেতারা তাদের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে জমা দেন। সেখানে তারা সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড সংখ্যা কমিয়ে ১৫টি করার প্রস্তাব দেন এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান।
প্রস্তাবনায় আরও বলা হয়, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো, বছরে দুই উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ করা এবং বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা প্রয়োজন। পাশাপাশি চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ এবং পেনশন সুবিধা বর্তমান ৯০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও করা হয়েছে।
শিক্ষক সমিতি মনে করে, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত হলে তা সরাসরি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
ডেস্ক রিপোর্ট