প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের তিন দফা দাবি না মানা, সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলা এবং লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহারের দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ প্রয়োজন। আন্দোলনকারীদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষকরা অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করছেন এবং শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান অব্যাহত রেখেছেন। তাদের তিন দফা দাবি হলো:
1. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।
2. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।
3. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষকরা আশ্বাস দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট