জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২০২৬ সেমিস্টারের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উচ্চ উপস্থিতি এবং কোনো অপ্রীতিকর ঘটনার absence ছাড়া পরীক্ষাটি সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে। রাজধানী ঢাকা ও দেশের মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়; ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ নেন।
এই বছর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের আওতায় ‘এ’ ইউনিটের জন্য ৮৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭২ হাজার ৪৭৪টি, যেখানে পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৬৩০ ভর্তিচ্ছু। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৯১ দশমিক ৯৪ শতাংশ, যা আনুষ্ঠানিকভাবে প্রায় ৯২ শতাংশ হিসেবে বিবেচিত। পরীক্ষার চলাকালে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।
পরিদর্শন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন: ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মद মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। তাঁরা পরীক্ষা-ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক প্রক্রিয়ার খোঁজখবর নেন।
এবছর কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে জবি ক্যাম্পাস ছাড়া ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে রাখা হয়। ঢাকার বাইরে থাকছে তিনটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়েও কেন্দ্র স্থাপন করে ভোগান্তি কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
জবি ভর্তি পরীক্ষা: এ ইউনিটে ৯২% উপস্থিতি, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সমাপ্ত
- আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:২২:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০১:২২:৪১ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট