ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাস চায় তুর্কি সেনাবাহিনী গাজার নিরাপত্তার 'গ্যারান্টি' — ইসরায়েল রাজি নয় বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার ইসরায়েল সমালোচনায় কার্কের বিরুদ্ধে ক্ষুব্ধ লবি গাজা যুদ্ধের দুই বছর: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল সিরিয়ার স্থিতিশীলতা আঞ্চলিক শান্তির চাবিকাঠি: GCC-ইইউ ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ১২৯ মিলিয়ন ডলারের অডিট ফাঁস ট্রাম্পকে চীনকে থামাতে পারলে নোবেলের যোগ্য—তাইওয়ান প্রেসিডেন্ট ভারতীয় যুদ্ধবিমানে ‘Shabaz’ ও ‘Rafiqui’ কল সাইন, পাকিস্তানকে বার্তা ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ইসরায়েলের ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ৪১.৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র রপ্তানি অনুমোদন তুরস্কের নিষেধাজ্ঞায় ইরানের কড়া প্রতিক্রিয়া উচ্চ পাহাড়ে ভারতীয় সেনার আর্টিলারি মহড়া তুরস্কের ‘IŞIK’ লেজার সিস্টেমের সফল পরীক্ষা গাজায় ফেরার পথে পরিবারসহ ফিলিস্তিনি নিহত সুদানে আরএসএফের রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ রাশিয়ার ফ্রিজ করা অর্থ দিয়ে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব ইসরায়েলে যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ঘাঁটি বাড়ল রাশিয়ার নতুন ফাইবার-অপটিক ড্রোন হামলা ইউক্রেনে সিরিয়ার মানবিজে কুর্দি বাহিনী ও তুর্কি-সমর্থিত সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। শ্রমিকদের আন্দোলনের ফলে এই ইপিজেড সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এসময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।
 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম বেপজা জোন অফিসের সামনে অবস্থান নেন। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। তাই চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। বেপজা কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ দফায় দফায় আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায় বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া। শ্রমিকরা সকাল থেকে বেপজা জোন অফিসের সামনে জড়ো হয়ে ‘বেতন চাই, বাঁচতে চাই’ বলে স্লোগান দেয়। দীর্ঘসময় অবস্থান কর্মসূচির পর দুপুর ১টা ৪০ মিনিটে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের জানান আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ নিয়ে আলোচনা হবে। তবে শ্রমিকরা এই আশ্বাস না মেনে বেপজা চত্বর থেকে মিছিল করে ফ্রি পোর্ট মোড়ে চলে যান এবং সেখানে অবস্থান নিয়ে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। এতে করে আগ্রাবাদ থেকে পতেঙ্গা রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা জানান, থিয়ানিস অ্যাপারেলসে ৬৯৩ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ২৬ জুন এবং ২ জুলাই বেতন দেওয়ার কথা বলেও দেননি। মে মাসের বেতন এখনও বাকি। জুন মাসও শেষ হয়ে গেছে। এ অবস্থায় শ্রমিকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এর আগে গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত একই দাবিতে তিন দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছিলেন শ্রমিকেরা। তাতে কোনও সুরাহা হয়নি।
 
এদিকে জানা গেছে, বর্তমানে কারখানাটিতে কোনো ওয়ার্কঅর্ডার নেই। উৎপাদনও বন্ধ। বেপজা কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে, আর কাস্টমসের পাওনা প্রায় ৫৫ কোটি টাকা। শ্রমিকদের মে ও জুন মাসের বেতন বকেয়া অবস্থায় আছে। এসব বিবেচনায় বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ ঘোষণা করেছে।
 
শ্রমিকদের দাবি বেপজা কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া বলেন, ইপিজেড কর্তৃপক্ষের সাথে বলে আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা সন্ধ্যার পর সড়ক ছেড়ে চলে গেছে। বেতনের দাবিতে শ্রমিকরা এর আগে আরো ৫/৬ বার সড়ক অবরোধ করেছেন। কারখানাটি অনেক দিন ধরেই বন্ধ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার

বাংলাদেশের পরিকল্পনা: ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কিনতে ২.২ বিলিয়ন ডলার