ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। শ্রমিকদের আন্দোলনের ফলে এই ইপিজেড সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এসময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।
 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম বেপজা জোন অফিসের সামনে অবস্থান নেন। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। তাই চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। বেপজা কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ দফায় দফায় আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায় বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া। শ্রমিকরা সকাল থেকে বেপজা জোন অফিসের সামনে জড়ো হয়ে ‘বেতন চাই, বাঁচতে চাই’ বলে স্লোগান দেয়। দীর্ঘসময় অবস্থান কর্মসূচির পর দুপুর ১টা ৪০ মিনিটে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের জানান আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ নিয়ে আলোচনা হবে। তবে শ্রমিকরা এই আশ্বাস না মেনে বেপজা চত্বর থেকে মিছিল করে ফ্রি পোর্ট মোড়ে চলে যান এবং সেখানে অবস্থান নিয়ে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। এতে করে আগ্রাবাদ থেকে পতেঙ্গা রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা জানান, থিয়ানিস অ্যাপারেলসে ৬৯৩ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ২৬ জুন এবং ২ জুলাই বেতন দেওয়ার কথা বলেও দেননি। মে মাসের বেতন এখনও বাকি। জুন মাসও শেষ হয়ে গেছে। এ অবস্থায় শ্রমিকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এর আগে গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত একই দাবিতে তিন দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছিলেন শ্রমিকেরা। তাতে কোনও সুরাহা হয়নি।
 
এদিকে জানা গেছে, বর্তমানে কারখানাটিতে কোনো ওয়ার্কঅর্ডার নেই। উৎপাদনও বন্ধ। বেপজা কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে, আর কাস্টমসের পাওনা প্রায় ৫৫ কোটি টাকা। শ্রমিকদের মে ও জুন মাসের বেতন বকেয়া অবস্থায় আছে। এসব বিবেচনায় বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ ঘোষণা করেছে।
 
শ্রমিকদের দাবি বেপজা কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া বলেন, ইপিজেড কর্তৃপক্ষের সাথে বলে আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা সন্ধ্যার পর সড়ক ছেড়ে চলে গেছে। বেতনের দাবিতে শ্রমিকরা এর আগে আরো ৫/৬ বার সড়ক অবরোধ করেছেন। কারখানাটি অনেক দিন ধরেই বন্ধ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস