ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজ্জায় দুর্ভিক্ষ: শিশুরা চায় মরতে যেন জান্নাতে গিয়ে খেতে পারে, মানবাধিকার সংকট তীব্র ভারত ৯৭টি তেজস যুদ্ধবিমান কিনছে, চুক্তির পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার জেরুজালেমে খ্রিস্টান স্থাপনা নিয়ে রাশিয়া–ইসরাইল বিরোধ তীব্র সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি নয় ওয়েলসে খ্রিস্টানদের ৫০ বছরের ক্রুশ ভেঙে ইহুদিদের ডেভিডের তারকা বানানোর অভিযোগে বিতর্ক রাশিয়া-ভারত তেল চুক্তির কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি রোহিঙ্গা সংকট বিশ্বদরবারে তুলে ধরতে কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাতের সুন্নাহ সমূহ ২৩টি রাজনৈতিক দলের মতামত জমা, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ ডিএনসিসির ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি গঠন প্রবীণদের যত্নে সমাজের দায়িত্ব পালনের আহ্বান স্বাস্থ্য সচিবের বাংলাদেশে বিএসএফ সদস্যর, বিজিবির সামনে পা ধরে বসতে দেখা ভিডিও ভারতবাসীর জন্য সীমাবদ্ধ করলো ফেসবুক সাদাপাথর লুট: প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ, কেউ থাকুক না কেন আইনের আওতায় আনা হবে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি সতর্কতা জারি, গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান অবশেষে দশ পর বছর পর মুক্তি পেলেন লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ওয়াইসির: ‘অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হোক হাসিনা থেকে’ বিএনপির ৩১ দফায় আস্থাশীলদের সঙ্গেই জোটের ইঙ্গিত, নির্বাচনী প্রস্তুতিতে উৎসবের আমেজ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, ভোট শেষে ক্ষমতায় কোনো ভূমিকায় থাকবেন না -ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য: চা রফতানিতে শুল্কমুক্ত সুবিধা ও শিল্প খাতে সহযোগিতা নিশ্চিত

শুল্ক ইস্যুতে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য আলোচনার সুযোগ রাখলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:২৭:৪১ অপরাহ্ন
শুল্ক ইস্যুতে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য আলোচনার সুযোগ রাখলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব দেশের জন্য আলোচনার দরজাও খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা বলা হলেও এ নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে।

স্থানীয় সময় সোমবার জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠিয়ে এপ্রিলে স্থগিত করা শুল্ক ফিরিয়ে আনার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। 
নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠিতে ট্রাম্প জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। খবর রয়টার্সের।

ট্রাম্প গত ২ এপ্রিলকে ‘লিবারেশন ডে’ আখ্যা দিয়ে বিভিন্ন দেশের আমদানিপণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে তিনি ৯০ দিনের জন্য তা স্থগিত করেন। সেই মেয়াদ বুধবার শেষ হওয়ার আগেই তিনি নতুন করে এই চিঠি পাঠালেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে সাংবাদিকেরা জানতে চান, ১ আগস্টের সময়সীমা চূড়ান্ত কি না? জবাবে ট্রাম্প বলেন, সময়সীমাটি চূড়ান্ত, তবে শতভাগ নয়।

চিঠিতে যে শুল্ক আরোপের কথা বলা হয়েছে সেটাই চূড়ান্ত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলব এটাই চূড়ান্ত। তবে তারা যদি ভিন্ন কোনো প্রস্তাব নিয়ে আসে এবং তা আমার পছন্দ হয়, তাহলে আমরা সেটাই করব।

ট্রাম্পের এমন দ্বিমুখী অবস্থানে আলোচনার সুযোগ তৈরি হলেও বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে। তার এই নতুন হুমকির পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। নাসডাক সূচক শূন্য দশমিক ৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ পয়েন্ট হারিয়েছে।

ট্রাম্পের এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই ঘোষণাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ অন্যদের কাছে বিপজ্জনক বার্তা হিসেবে বিবেচিত হবে।

তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অবশ্য বলছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা বেশ কয়েকটি ঘোষণা দেবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা হ্রাস

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা হ্রাস