ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

শিক্ষিত হতে হলে শুধু ডিগ্রি নয়, চাই দক্ষতা ও সততা: ড. আসিফ নজরুল

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৩:৫০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৩:৫০:২২ পূর্বাহ্ন
শিক্ষিত হতে হলে শুধু ডিগ্রি নয়, চাই দক্ষতা ও সততা: ড. আসিফ নজরুল ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দরকার সক্ষমতা, শৃঙ্খলা ও সততা— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রাজধানীর পূর্বাচলে রবিবার (২১ ডিসেম্বর) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের আয়োজনে প্রয়াত শরিফ ওসমান বিন হাদির স্মৃতিকে স্মরণ করে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।
 

ড. আসিফ নজরুল বলেন, দক্ষতাকে কেবল লক্ষ্য নয়, বরং অভ্যাসে পরিণত করতে হবে; সততাকে নীতির চেয়ে পরিচয়ের অংশ করে তুলতে হবে এবং দেশপ্রেমকে আবেগ নয়, আচরণে প্রতিফলিত করতে হবে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরে ব্যক্তিগত অর্জন থাকলেও স্থিতিশীল ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলা এখনো বড় চ্যালেঞ্জ। পুলিশ, বিচার ও প্রশাসন একসময় এগিয়ে থাকলেও বিগত দেড় দশকে এসব প্রতিষ্ঠানের ভিত দুর্বল হয়েছে, ফলে সেগুলো কার্যকরভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অভিজ্ঞতা দেখায়, যে দেশ প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়, তারাই উন্নতির পথে এগিয়ে যায়। কিন্তু বাংলাদেশে ব্যক্তি ও পরিবারের গুরুত্ব বেশি হওয়ায় অর্জনগুলো টেকসই রূপ পায়নি।
 

সমাবর্তনের শুরুতে ড. আসিফ প্রয়াত শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন তিনি।
 

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি বলেন, আজকের তরুণ গ্র্যাজুয়েটরা প্রযুক্তি ও জ্ঞানের সংমিশ্রণে এগিয়ে যাচ্ছে; জ্ঞানের পরিসর এখন বইয়ের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত। নতুন চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে তরুণদের সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
 

স্টেট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাগত বক্তব্যে জানান, শিক্ষা কেবল তথ্য অর্জনের জন্য নয়, বরং মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরির জন্য হওয়া উচিত। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম, ভাইস-প্রেসিডেন্ট ডা. মাহবুবুর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নেন।
 

এবারের সমাবর্তনে ১০টি বিভাগের ৬৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। চ্যান্সেলর’স গোল্ড মেডেল পান ফার্মেসির সৈয়দা মাহজাবিন মারুফা, ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মো. জুহায়ের মাহতাব জাহিন এবং মিডিয়া স্টাডিজের রিফাত আরা রিতু। এছাড়া চারজন শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর সিলভার মেডেল ও ২০ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হন।
 

২০০২ সালে প্রতিষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এখন দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর আগে প্রতিষ্ঠানটি ছয়টি সমাবর্তনের মাধ্যমে ১৫ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছে। এবারের উৎসবে গাউন ও হ্যাট পরিহিত গ্র্যাজুয়েটদের আনন্দ ও স্মৃতিচারণে প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস