পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)–এর সাবেক মহাপরিচালক ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপসহ চারটি অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান আর্মি অ্যাক্টের আওতায় ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া বিচার প্রক্রিয়া প্রায় ১৫ মাস স্থায়ী হয়। সামরিক আইনের বিধান অনুসরণ করে মামলা তদন্ত ও শুনানি শেষে ফয়েজ হামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও আদালতের এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।
ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের মেয়াদে আইএসআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতি ও সামরিক প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:৪৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৯:১৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট