গিনি–বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে পদচ্যুত করেছে—এমন তথ্য নিশ্চিত হয়েছে দেশটির সরকারি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। সামরিক নেতৃত্ব শুধু রাষ্ট্রপ্রধানকেই অপসারণ করেনি; তারা চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত, সীমান্ত বন্ধ এবং দেশজুড়ে কারফিউ জারির ঘোষণাও দিয়েছে।
সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এক ভিডিওবার্তায় অভ্যুত্থানের ঘোষণা দেন। এরপর প্রেসিডেন্ট, তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকে আটক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়। সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি মামাদু টুরেকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
ঘটনার আগে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়, প্রেসিডেন্টের বাসভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা যায়। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রথম দফা ভোটের ফল ঘোষণা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে কয়েকদিন আগে সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতারের পর থেকে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পর্যবেক্ষকদের ধারণা, সেই টানাপড়েনই শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নিয়েছে।
গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান: প্রেসিডেন্ট এমবালোসহ শীর্ষ নেতাদের আটক, সীমান্ত বন্ধ
- আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট