বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ভিসা জালিয়াতি বা অবৈধ উপায় ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এমন অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা জালিয়াতি প্রতিরোধে দেশটি আগের তুলনায় আরও কঠোর নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভিসা সংক্রান্ত যেকোনো প্রক্রিয়া শুধুমাত্র সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা উচিত; অন্যথায় গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে।
বিবৃতিতে সারাহ কুক সবাইকে বৈধ উপায়ে আবেদন করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, জাল ভিসা বা প্রতারণামূলক প্রচেষ্টা ধরা পড়লে কঠোর শাস্তি অনিবার্য। বাংলাদেশের আবেদনকারীদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে উৎসাহিত করেন তিনি।
ভিসা জালিয়াতিতে ১০ বছরের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য: সতর্ক করলেন ব্রিটিশ হাইকমিশনার
- আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:৩১ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট