ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ঢাকায় ককটেল হামলা: সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের কঠোর পদক্ষেপ ৭,১৫০ কোটি টাকায় একনেকে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি: এটুআই-এর সঙ্গে নতুন প্রশিক্ষণ উদ্যোগ শীতে অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়ায় দেশজুড়ে ফায়ার সার্ভিসের সচেতনতা অভিযান

চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে বিতর্ক, সোমবার স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে নৌ উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে বিতর্ক, সোমবার স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে নৌ উপদেষ্টা ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো নিয়ে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের অসন্তোষ দূর করতে আগামী সোমবার (১০ নভেম্বর) বৈঠকে বসছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এ বৈঠকে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 

সম্প্রতি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশে ৩৯ বছর পর নতুন ট্যারিফ কাঠামো কার্যকর করেছে চট্টগ্রাম বন্দর। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনাবিহীনভাবে একতরফা সিদ্ধান্তে ট্যারিফ বাড়ানো হয়েছে, যা পণ্যের আমদানি ব্যয় ৪১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র ১২ পয়সা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাস্তবে এর প্রভাব পড়েছে পণ্য পরিবহন খরচে। গেট ভাড়া বৃদ্ধির পর ধর্মঘটে অচল হয়ে পড়েছিল বন্দর কার্যক্রম।
 

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, “স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই ট্যারিফ বাড়ানো হয়েছে। ধাপে ধাপে তা নির্ধারণ করা হলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে পারতেন।”
 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ১০ নভেম্বরের বৈঠকে নৌ উপদেষ্টা ট্যারিফ, চার্জসহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের মতামত শুনবেন।
 

এদিকে ২১টি বেসরকারি অফডক প্রতিষ্ঠানও গত সেপ্টেম্বর থেকে ৩০ থেকে ৬২ শতাংশ পর্যন্ত চার্জ বাড়িয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনকে (বিকডা) এ বিষয়ে জবাব দিতে আগামী ৯ নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, ট্যারিফ সমন্বয়ের বৈধতা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হবে।
 

দেশের প্রধান বাণিজ্যকেন্দ্র চট্টগ্রাম বন্দরে বছরে আড়াই লাখ কোটি টাকারও বেশি পণ্য ওঠানামা হয়, যা থেকে বন্দর ও অফডকগুলোর মুনাফা হাজার কোটি টাকায় দাঁড়ায়। তবু ট্যারিফ বৃদ্ধির ফলে আমদানি-রফতানি খরচ বাড়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এমএসসি শিপিংয়ের অপারেশন প্রধান আজমীর হোসাইন চৌধুরী জানান, আগে একটি এলসিএল কনটেইনার হ্যান্ডলিংয়ে খরচ ছিল ২৯২ ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৫৮৪ ডলারে—যা অস্বাভাবিকভাবে বেশি।
 

বিশেষজ্ঞদের মতে, বন্দর ও অফডকের নতুন ট্যারিফ দেশের আমদানি-রফতানি বাণিজ্যে চাপ সৃষ্টি করছে এবং নিত্যপণ্যের বাজারেও প্রভাব ফেলছে। তবে নৌ উপদেষ্টার সঙ্গে আলোচনাকে তারা সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা আজ