ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, দ্রুত সিদ্ধান্তে জোর দিচ্ছে ইসি গাজায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকর ঘোষণা ইসরায়েলের লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি বৈঠক ট্রাম্পের অর্থনৈতিক জনপ্রিয়তা ক্রমেই সংকটাপন্ন: নতুন জরিপে দেখা গেল ৫৫% বিরোধী ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে গ্যারান্টর হতে প্রস্তুত তুরস্ক মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭২, নিখোঁজ ৪৮ নিউইয়র্কে নিহত নেতাদের স্মরণে শান্তিপূর্ণ সমাবেশ পাকিস্তান–আফগান সীমান্তে যুদ্ধবিরতি, কাতার-তুরস্ক মধ্যস্থতায় চুক্তি যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্প-বিরোধী আন্দোলন জোরদার আজারবাইজানের হাতে পৌঁছাল পাকিস্তানের JF‑17 ব্লক‑৩; সর্বোচ্চ ৪০টি বিমান চুক্তি পুতিনের শর্ত: যুদ্ধবিরতির বিনিময়ে পুরো দোনেৎস্ক চায় রাশিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য কূটনীতি ও হাইপারসনিক যুদ্ধবাহিনী: চীনের সামনে দ্বৈত নীতি মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধে ইউরোপের অস্তিত্ব সংকট আগাম নির্বাচনের পরিকল্পনা করছেন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে চীনের শীর্ষ সেনা কর্মকর্তা হে ওয়েইডং বরখাস্ত তিব্বতে চীনের স্টেলথ ড্রোন “শার্প সোর্ড”: সীমান্তে নতুন উত্তেজনা পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবাইদ নিহত সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের

জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, দ্রুত সিদ্ধান্তে জোর দিচ্ছে ইসি

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:২৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:২৯:৫২ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, দ্রুত সিদ্ধান্তে জোর দিচ্ছে ইসি সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতা নিয়ে মাঠে দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনী। তাদের যুক্তি, বিচারিক ক্ষমতা থাকলে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং আইনশৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিরা।
 

ইসি সূত্রে জানা যায়, বৈঠকে সশস্ত্র বাহিনী প্রস্তাব করেছে—রিটার্নিং কর্মকর্তা বা প্রিসাইডিং কর্মকর্তার আহ্বানে তারা যেন ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেন। এজন্য বিদ্যমান আইন, বিধিমালা ও পরিপত্রে প্রয়োজনীয় সংশোধন চায় তারা। তবে ইসি এ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছে।
 

বৈঠকে সম্ভাব্য নাশকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার আশঙ্কা তুলে ধরা হয়। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, সারাদেশে আট হাজারের বেশি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব দিয়েছে।
 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ডসহ সব গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

বৈঠকে ইসি জানায়, নির্বাচনে সব বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। সিইসি নির্দেশ দেন—একই এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালনকারীদের বদলি করতে হবে এবং আনসার বাহিনীতে পক্ষপাতদুষ্ট সদস্য নিয়োগ এড়াতে হবে।
 

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিনসহ মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে—এমন প্রস্তাব এসেছে। বর্তমানে প্রাথমিক পরিকল্পনা ছিল পাঁচ দিন। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা থাকবে এবং নির্বাচনে ড্রোন ব্যবহারের অনুমতি কেবল আইনশৃঙ্খলা বাহিনী পাবে, প্রার্থীদের নয়।
 

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনী ও কোস্ট গার্ড সমুদ্র উপকূলে দায়িত্ব পালন করবে এবং বিমানবাহিনী তাদের হেলিকপ্টার ব্যবহার করবে। বৈঠকে সেনা কর্মকর্তারা বলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে সেনারা আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে পারবে। ইসি সচিব জানান, বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
 

বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নির্বাচনে কালোটাকা ব্যবহারের আশঙ্কা, সাংবাদিক নীতিমালা কঠোরকরণ এবং স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি ও প্রার্থীর প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রভিত্তিক সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। এছাড়া এনটিএমসি নির্বাচনে এআই-এর অপব্যবহার ঠেকাতে প্রযুক্তিগত নজরদারি জোরদারের প্রস্তাব দেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি

এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি