ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান লকহিডের পরিকল্পনা: পুরনো F-22 র‌্যাপ্টরকে আধুনিক ব্লক-৩০/৩৫ মানে আপগ্রেড গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম, কিন্তু পারমাণবিক বোমায় না: খামেনি লিবিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার দখলে তীব্র লড়াই, প্রো-জিএনইউ ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বৈঠকে রাজি জেলেনস্কি, পুতিনের মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান; কাজাখস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু ফিলিস্তিন মুক্ত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের আহ্বান কলম্বিয়ার; কেন এমন ডাক দিলেন পেত্রো? রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৪ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এরদোয়ানের, জাতিসংঘের অধিবেশনে তীব্র নিন্দা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাংলাদেশ সফরের আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফিলিস্তিনের সমর্থনে উত্তাল ইতালি: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৬০ আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ফ্লোটিলায় ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনের জনসংখ্যা: যুদ্ধ ও অভিবাসনের প্রভাবে ব্যাপক হ্রাস যুক্তরাষ্ট্রকে তালেবানের বার্তা: কূটনৈতিক সম্পর্কের আহ্বান রাশিয়ার আগ্রাসনের মুখে এস্তোনিয়ায় যুক্তরাজ্যের পারমাণবিক জেট মোতায়েন

ফের ট্রাম্পের সমালোচনায় মশগুল ইলন মাস্ক

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১২:১৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১২:১৪:০৯ অপরাহ্ন
ফের ট্রাম্পের সমালোচনায় মশগুল ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ও ব্যয় হ্রাস সংক্রান্ত বিল নিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

তিনি বলেছেন, ট্রাম্পের এই খসড়া বিল ‘রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা’ হবে। একইসঙ্গে এই বিল যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি ধ্বংস করবে এবং ভবিষ্যতের শিল্প খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
শনিবার নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, “সিনেটের সর্বশেষ খসড়া বিল যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য কৌশলগতভাবে মারাত্মক ক্ষতি ডেকে আনবে। এটি অতীতের শিল্পগুলোকে প্রণোদনা দিচ্ছে, কিন্তু ভবিষ্যতের শিল্পগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি আরও বলেন, “এই বিল রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা হবে।”

টিআরটি ওয়ার্ল্ড বলছে, এই মন্তব্যের মাধ্যমে মাস্ক ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল। মাস্ক কিছুদিন আগেই সরকার পরিচালনার দক্ষতা বৃদ্ধির একটি দপ্তরের প্রধান হিসেবে কাজ শেষ করে ট্রাম্পের প্রশাসন ছেড়েছেন। তবে এর পরও তিনি স্পষ্ট করে দিয়েছেন, ট্রাম্পের এই বিল নিয়ে তিনি একমত নন। প্রায় ১০০০ পৃষ্ঠার এই খসড়া বিল নিয়ে সিনেটররা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প চান বিলটি ৪ জুলাইয়ের মধ্যে পাস করানো হোক। কিন্তু অনেক রিপাবলিকান সদস্যই এর মধ্যে থাকা বিপুল ব্যয়ের বিষয় ও কর ছাড়ের যৌক্তিকতা নিয়ে চিন্তিত।

প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিকে “বড়, সুন্দর” বললেও মাস্ক আগেই একে ‘ঘুষখোরদের বিল’ এবং ‘জঘন্য অপমানজনক উদ্যোগ’ বলে আখ্যা দেন। এক পর্যায়ে তিনি বলেন, “যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন, আপনারা জানেন—আপনারা ভুল করেছেন। লজ্জা হওয়া উচিত।” প্রসঙ্গত, এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন মাস্ক। কিন্তু বিল পাসের প্রক্রিয়ায় মাস্কের বিরোধিতা তীব্র হয় এবং তিনি এমনকি ইঙ্গিত দেন, তিনি ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত যৌন কেলেঙ্কারির প্রমাণ ফাঁস করতে পারেন। যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি।

পরবর্তীতে মাস্ক কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তিনি ‘কিছুটা বেশি’ বলে ফেলেছিলেন। ট্রাম্পও তখন নিউ ইয়র্ক পোস্ট-এ এক সাক্ষাৎকারে বিষয়টিকে ‘ক্ষণিক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “আমি ওকে দোষ দিই না।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুই প্রশাসনিক বিভাগ ও দুই উপজেলা গঠন প্রক্রিয়ায় Government

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুই প্রশাসনিক বিভাগ ও দুই উপজেলা গঠন প্রক্রিয়ায় Government