নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করেছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। পুরস্কার ঘোষণার পর মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেন, “আমি এই পুরস্কার আপনার সম্মানে গ্রহণ করছি।”
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, ভেনেজুয়েলায় দুর্যোগের সময় তারা আমার সহায়তা পেয়েছিল, তাই আমি খুশি যে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, “যখন স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে, তখন যারা ভয় না পেয়ে রুখে দাঁড়ান, তারাই প্রকৃত শান্তির দূত।”
এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের কিছু মহল প্রতিক্রিয়া জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, “নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়।” তবে কমিটির ভাষ্যে, এই পুরস্কার সাহসী মানবাধিকার রক্ষকদের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে, রাজনৈতিক প্রচারণার জন্য নয়।
“ট্রাম্পের সম্মানে নোবেল পুরস্কার গ্রহণ করলেন মাচাদো”
- আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৩৮:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৩৮:০৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ