সার্বিয়া একদিকে শান্তি প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবে তার কার্যকলাপ ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রকাশ্যে তুরস্ককে অভিযুক্ত করা হচ্ছে অঞ্চলের অস্থিতিশীলতার জন্য—কেবলমাত্র কিছু FPV ড্রোন বিক্রির কারণে, যা সাধারণ অনলাইন মার্কেটপ্লেস থেকেও পাওয়া যায়। কিন্তু একই সময়ে সার্বিয়াই ৭০ কিলোমিটার রেঞ্জের “তামনাভা” রকেট সিস্টেম বিক্রি করেছে গ্রীক-সাইপ্রাস প্রশাসনের কাছে। এর ফলে তুরস্কের দক্ষিণ উপকূলে নতুন নিরাপত্তা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, সার্বিয়া প্রকাশ্যে গর্ব করছে যে তারা ইউরোপের একমাত্র দেশ যারা ইসরায়েলকে গোলাবারুদ সরবরাহ করছে। এই সরবরাহ গাজার চলমান সংঘাত ও দমন অভিযানে ইসরায়েলকে সরাসরি সহায়তা দিচ্ছে বলে সমালোচনা উঠছে।
ফলে “অঞ্চলের স্থিতিশীলতা” নিয়ে সার্বিয়ার বক্তব্য অনেকটা দ্বিমুখী অবস্থানের মতো দেখা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, শান্তির বার্তার আড়ালে লুকিয়ে আছে অর্থনৈতিক লাভ, রাজনৈতিক কৌশল ও অস্ত্রবাণিজ্যের জটিল বাস্তবতা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২