বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের নৌঘাঁটি স্থাপন হলে রাশিয়ার আফ্রিকায় সামরিক উপস্থিতি শক্তিশালী হবে এবং লাল সাগর ও সীহেল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পোর্ট সুদান হচ্ছে সুদানের প্রধান বন্দর এবং এর মাধ্যমে রাশিয়া উপসাগরীয় অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।
পোর্ট সুদানে রাশিয়ার নৌঘাঁটি? মস্কোতে গুরুত্বপূর্ণ বৈঠক
- আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:২৮:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:২৮:১৮ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান আগামী ১৫ অক্টোবর মস্কোতে বৈঠক করবেন। বৈঠকের মূল আলোচ্যসূচিতে রয়েছে পোর্ট সুদানে রাশিয়ার নৌঘাঁটি স্থাপনের প্রস্তাব। এটি পারস্পরিক কৌশলগত ও সামরিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ