ঢাকা , বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান লকহিডের পরিকল্পনা: পুরনো F-22 র‌্যাপ্টরকে আধুনিক ব্লক-৩০/৩৫ মানে আপগ্রেড গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম, কিন্তু পারমাণবিক বোমায় না: খামেনি লিবিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার দখলে তীব্র লড়াই, প্রো-জিএনইউ ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বৈঠকে রাজি জেলেনস্কি, পুতিনের মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান; কাজাখস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু ফিলিস্তিন মুক্ত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের আহ্বান কলম্বিয়ার; কেন এমন ডাক দিলেন পেত্রো? রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৪ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এরদোয়ানের, জাতিসংঘের অধিবেশনে তীব্র নিন্দা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাংলাদেশ সফরের আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফিলিস্তিনের সমর্থনে উত্তাল ইতালি: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৬০ আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ফ্লোটিলায় ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনের জনসংখ্যা: যুদ্ধ ও অভিবাসনের প্রভাবে ব্যাপক হ্রাস যুক্তরাষ্ট্রকে তালেবানের বার্তা: কূটনৈতিক সম্পর্কের আহ্বান রাশিয়ার আগ্রাসনের মুখে এস্তোনিয়ায় যুক্তরাজ্যের পারমাণবিক জেট মোতায়েন

দিল্লিতে হুমায়ুনের সমাধির গম্বুজ ধসে নিহত ৫

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:২৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:২৮:২৩ পূর্বাহ্ন
দিল্লিতে হুমায়ুনের সমাধির গম্বুজ ধসে নিহত ৫ ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সমাধির একটি গম্বুজ ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাটি ঘটে দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনায়, যা প্রতিদিনই বিপুলসংখ্যক পর্যটকের আগমনস্থল।
 

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে তিনি সিংহাসনে বসেন। রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে নির্বাসনে যেতে বাধ্য হলেও পরবর্তীতে পারস্যের সহায়তায় পুনরায় সাম্রাজ্য ফিরে পান। তবে মাত্র এক বছর পরই তার মৃত্যু হয়।
 

তার স্মৃতিকে ঘিরে নির্মিত হুমায়ুনের সমাধি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ১৫৬৫ সালে সম্রাটের স্ত্রী বেগা বেগমের উদ্যোগে এর নির্মাণকাজ শুরু হয় এবং পারস্যের স্থপতি মীরক মির্জা গিয়াস এটির নকশা করেন। লাল বেলেপাথর ও সাদা মার্বেলে তৈরি এই স্থাপনায় পারস্যের ‘চারবাগ’ শৈলী ও ভারতীয় শিল্পকলার এক অপূর্ব সমন্বয় দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এর স্থাপত্যশৈলী পরবর্তী মুঘল স্থাপত্যে গভীর প্রভাব ফেলেছিল, যার সবচেয়ে বড় উদাহরণ হলো আগ্রার তাজমহল।
 

হুমায়ুনের সমাধির প্রাঙ্গণে মুঘল রাজবংশের দেড় শতাধিক সদস্যের কবর রয়েছে। এজন্য একে অনেক সময় ‘মুঘল রাজবংশের নেক্রোপলিস’ বলা হয়। ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে ১৯৯৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে নতুন করে নজরদারির তাগিদ পাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পৌঁছেছে, ডিসেম্বরেই পরীক্ষামূলক চালুর প্রস্তুতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পৌঁছেছে, ডিসেম্বরেই পরীক্ষামূলক চালুর প্রস্তুতি