ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ঢাকায় ককটেল হামলা: সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের কঠোর পদক্ষেপ ৭,১৫০ কোটি টাকায় একনেকে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি: এটুআই-এর সঙ্গে নতুন প্রশিক্ষণ উদ্যোগ শীতে অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়ায় দেশজুড়ে ফায়ার সার্ভিসের সচেতনতা অভিযান

জাবিতে নতুন শর্তে পোষ্য ভর্তি, ২১ সেপ্টেম্বর শুরু ক্লাস

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০২:৪৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০২:৪৮:২৫ পূর্বাহ্ন
জাবিতে নতুন শর্তে পোষ্য ভর্তি, ২১ সেপ্টেম্বর শুরু ক্লাস
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে, ১৩ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায়— বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলজনিত শূন্য আসন পূরণসহ সকল কোটা, এবং প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায়, শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপাচার্য, পোষ্য ভর্তির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মতামত উপস্থাপন করেন। সভায় পোষ্য ভর্তির ক্ষেত্রে, বিভিন্ন ধরণের অনিয়মের বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ উত্থাপিত হওয়ায়— তাদের দাবির প্রেক্ষিতে, পোষ্য ভর্তির নিয়ম সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি নীতিগতভাবে একমত পোষণ করে। 
 
একইসাথে, পরবর্তী শিক্ষাবর্ষ থেকে পোষ্য ভর্তির বিষয়টি স্থায়ী সমাধানের লক্ষ্যে, সকল অংশীজনের সাথে আলোচনাপূর্বক সংশ্লিষ্ট পর্ষদে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ১ম পর্ব স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরুর প্রাক্কালে, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে “পোষ্য কোটা” ভর্তি পদ্ধতি বাতিল দাবি করে; শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে, এবং আইনগত জটিলতা এড়াতে চলমান ভর্তি পরীক্ষা অধ্যাদেশ, বিবেচনায় নিয়ে পোষ্য ভর্তির ব্যবস্থা বাতিল না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, উক্ত আপদকালীন সময়ের জন্য পোষ্য ভর্তির বিষয়টি স্থগিত থাকবে বলে ঘোষণা দেয় এবং প্রাতিষ্ঠানিক সুবিধাদির সম্ভাব্যতা নির্ধারণে একটি কমিটি গঠন করে। 
 
উল্লেখ্য, উক্ত আপদকালীন সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অধ্যাদেশ সংশোধন করার সময় ছিল না। তবে, পোষ্য ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরণের অনিয়মের বিষয়ে, শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে— শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে পোষ্য ভর্তির নিয়ম সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি নীতিগতভাবে একমত পোষণ করে, এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পোষ্য ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
 
১ - বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ঔরসজাত/গর্ভজাত সন্তান পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবে।
 
২ - প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪ জন ভর্তি হতে পারবে। তবে সর্বমোট ৪০ জনের অধিক ভর্তি করা যাবে না।
 
৩ - চাকরিরত অবস্থায় একজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কেবল একজন সন্তান, পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবেন।
 
৪ - পোষ্য ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পাশ নম্বর ৪০% (৮০ নম্বরের মধ্যে) থাকতে হবে।
 
৫ - কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানকে, তার কর্মরত বিভাগে পোষ্য হিসেবে ভর্তি করানো যাবে না।
 
৬ - পোষ্য ভর্তির ক্ষেত্রে, কোনো অভিভাবকের অনিয়মের আশ্রয় নেওয়ার বিষয় প্রমাণিত হলে— পোষ্যের ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনামায় উল্লেখ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
৭ - বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কোনো পোষ্য, কোনোভাবেই আবাসিক হলে অবস্থান করতে পারবে না এবং কোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে, তার ছাত্রত্ব বাতিল করা হবে।
 
৮ - পোষ্য ভর্তির বিষয়ে, উপরিউক্ত সিদ্ধান্তসমূহ পরবর্তী শিক্ষাপর্ষদের সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদন ও কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণহত্যা ও ‘খুনি হাসিনার’ রায়ে প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিক্ষোভ মিছিল

জুলাই গণহত্যা ও ‘খুনি হাসিনার’ রায়ে প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিক্ষোভ মিছিল