ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন, জনসংখ্যা হ্রাসে গভীর সংকটে দেশটি ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট প্রস্তুতি চবিতে নাট্যকলা বিভাগের দুই শিক্ষকপ্রার্থী ডোপ টেস্টে ‘গাঁজা সনাক্ত’ ৮ বছর পর ‘সিডরম্যান’ জয়দেব দত্ত হত্যার মামলা, অভিযুক্ত ১৪ জন সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়িত ১৬, চলমান ৮৫ উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছেই, জলকপাট খুলে দেওয়া হলো পঞ্চম দফায় সচিবালয়ে দ্বিতীয়বার বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক কারাবিধির সংস্কার করবে সরকার: আইন উপদেষ্টা আসিফ নজরুল কাপ্তাই হ্রদে পানির চাপ, চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি জলকপাট খোলা হলো শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার: জাহাঙ্গীরনগরে পাঠচর্চার মুক্ত মঞ্চ ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে এক্সের আইনি পদক্ষেপ ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিতে ইসিকে সরকারের নির্দেশ আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে ৮১.৬% বৃদ্ধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস স্মরণে, শুদ্ধ-স্বরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উত্তরার মাইলস্টোন স্কুলে পাঠদান শুরু, নবম-দ্বাদশ শ্রেণির ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক (INF) চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, শতাধিক পিটিআই কর্মী গ্রেফতার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, নির্বাচনের পথে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:২৩:৫৩ পূর্বাহ্ন
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্টের ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের যৌথ উদ্যোগে ৭ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা’র মাল্টিপারপাস হলে “বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক (এমসিআই)-এর ভূমিকা” শীর্ষক একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে প্রণীত এই সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণে সহায়তা করে। পাশাপাশি এটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান এবং সুইসকন্ট্যাক্ট-এর টিম লিডার মার্কাস এহমান।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বলেন, ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সমন্বিতভাবে কাজ করাটাই এখন সবচেয়ে জরুরি।

কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, প্রথমদিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও সেগুলোর স্থানীয় বাস্তবায়নে চ্যালেঞ্জ ছিল। তবে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সুইসকন্ট্যাক্টের সহায়তায় এখন স্থানীয় পর্যায়ে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, বিশ্বব্যাংকের 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচক শুধুমাত্র দুটি শহর নিয়ে কাজ করত। কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে স্থানীয় বাস্তবচিত্র বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল। কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, করব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রয়োজনীয় সংস্কার আনলে স্থানীয় সরকার জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন