গত ২১ জুলাই মাইলস্টোনের শিক্ষার্থীদের বহনকারী একটি শিক্ষাসফর ফ্লাইটে টেকনিক্যাল ত্রুটির কারণে মধ্য আকাশে আতঙ্ক তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে পারলেও এই অভিজ্ঞতা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক–সকলের মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। ফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ১২ দিনের ছুটি ঘোষণা করে এবং পরবর্তীতে ২ দিনব্যাপী গ্রুপ কাউন্সেলিং সেশন আয়োজন করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে।
সুস্থভাবে ক্লাসে ফেরা শিক্ষার্থীরা:
আজ সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনেক অভিভাবকও সন্তানের সাথে এসে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও কাউন্সেলিং সেবায় সন্তোষ প্রকাশ করেন।
এক অভিভাবক বলেন, “আমার সন্তান প্রথমে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু স্কুলের কাউন্সেলিং ও শিক্ষকদের মানসিক সমর্থনে ও এখন অনেকটাই স্বাভাবিক।”
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান,
“আমরা শিক্ষার্থীদের মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কাউন্সেলিংয়ে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করেছে, এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে।”
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং এবারের এসএসসি ব্যাচের জন্য বিশেষ প্রস্তুতি ক্লাসও চালু করা হবে।