উত্তরার মাইলস্টোন স্কুলে পাঠদান শুরু, নবম-দ্বাদশ শ্রেণির ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩১:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩৪:৫৩ অপরাহ্ন
বিমান দুর্ঘটনার পর দীর্ঘ ছুটি শেষে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আবারও শুরু হয়েছে পাঠদান। আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস যথারীতি শুরু হয়।
 
গত ২১ জুলাই মাইলস্টোনের শিক্ষার্থীদের বহনকারী একটি শিক্ষাসফর ফ্লাইটে টেকনিক্যাল ত্রুটির কারণে মধ্য আকাশে আতঙ্ক তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে পারলেও এই অভিজ্ঞতা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক–সকলের মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। ফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ১২ দিনের ছুটি ঘোষণা করে এবং পরবর্তীতে ২ দিনব্যাপী গ্রুপ কাউন্সেলিং সেশন আয়োজন করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে।
 
আজ সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনেক অভিভাবকও সন্তানের সাথে এসে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও কাউন্সেলিং সেবায় সন্তোষ প্রকাশ করেন।
 
এক অভিভাবক বলেন, “আমার সন্তান প্রথমে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু স্কুলের কাউন্সেলিং ও শিক্ষকদের মানসিক সমর্থনে ও এখন অনেকটাই স্বাভাবিক।"
 
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান,
“আমরা শিক্ষার্থীদের মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কাউন্সেলিংয়ে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করেছে, এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে।”
 
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং এবারের এসএসসি ব্যাচের জন্য বিশেষ প্রস্তুতি ক্লাসও চালু করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]