পাঁচ বছরের কম বয়সি গাজার সব শিশুই প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে ইসরাইলের বাধার কারণে অনাহারজনিত মৃত্যুর ক্রমবর্ধমান প্রতিবেদনের মধ্যেই এ সতর্কবার্তা এলো।ডব্লিউএফপি জানিয়েছে, পুষ্টি পরিষেবা ভেঙে পড়ার কারণে এই বয়সের প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ পানি, বুকের দুধের বিকল্প এবং থেরাপিউটিক খাওয়ানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
শিশু বিশেষজ্ঞ সীমা জিলানি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, অপুষ্টি ‘শিশুদের পুরো শরীরকে প্রভাবিত করে’, যা ভয়াবহ ঝুঁকির কারণ। গাজায় অনাহার শিশুদের জন্য বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৪ আগস্ট) গাজার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে এক শিশুও রয়েছে।
প্রতিবেদন মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ক্ষুধাজনিত কারণে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা এখন ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৪ শিশু আছে।