ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী ফল প্রত্যাখ্যান, জিএস প্রার্থী শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ডাকসু নির্বাচনে কয়েকটি হলের ফলাফল ঘোষণা ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, উত্তেজনায় শিক্ষার্থীরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন ফারুক আহম্মেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম বালি ব্যাটারি উদ্বোধন: পুনর্নবীকরণযোগ্য শক্তি সংরক্ষণে নতুন যুগ ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪: নতুন ভ্যারিয়েন্টে এআই ফিচার ও উন্নত ক্যামেরা ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর নেপালে বিক্ষোভে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসু ভোটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভিপি প্রার্থীর ক্ষোভ ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ!

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৬:২১ অপরাহ্ন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছবি সংগৃহিত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে (সেপ্টেম্বর) এই স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
 

শুক্রবার (২৫ জুলাই) এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ম্যাক্রোঁর এই পদক্ষেপ হামাসের প্রচারকে উৎসাহ দেবে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এটি ৭ অক্টোবর হামলার শিকারদের প্রতি চপোটাঘাত।”
 

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে “সন্ত্রাসকে পুরস্কৃত করা” এবং “আরেকটি ইরানি প্রক্সির ঝুঁকি” বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি নয়, বরং ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একে ‘লজ্জাজনক ও সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেন।
 

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ অধিবেশনে ম্যাক্রোঁ বলেন, “মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং সব বন্দীর মুক্তির দাবি জানান। একইসঙ্গে হামাসকে নিরস্ত্রীকরণের ওপরও গুরুত্ব দেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে অন্তত ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও এ পদক্ষেপের পথে রয়েছে। তবে ফ্রান্সের মতো প্রভাবশালী দেশের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস

কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস