ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, উত্তেজনায় শিক্ষার্থীরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন ফারুক আহম্মেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম বালি ব্যাটারি উদ্বোধন: পুনর্নবীকরণযোগ্য শক্তি সংরক্ষণে নতুন যুগ ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪: নতুন ভ্যারিয়েন্টে এআই ফিচার ও উন্নত ক্যামেরা ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর নেপালে বিক্ষোভে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসু ভোটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভিপি প্রার্থীর ক্ষোভ ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ! ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরান-আইএইএ আলোচনায় অগ্রগতি: ইতিবাচক সুরে তেহরান নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪

আত্মিক প্রশান্তি ও নেকি অর্জনে প্রতিদিন কুরআন তিলাওয়াতের কোনো বিকল্প নেই

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৫:০৮ পূর্বাহ্ন
আত্মিক প্রশান্তি ও নেকি অর্জনে প্রতিদিন কুরআন তিলাওয়াতের কোনো বিকল্প নেই কালের দিগন্ত

দিন যতই ব্যস্ততায় ভরে উঠুক না কেন, অন্তরের প্রশান্তি ও আত্মার শুদ্ধতার জন্য প্রতিদিন কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম—এমনটাই মত দিচ্ছেন আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদরা। তাঁদের মতে, কুরআন তিলাওয়াত কেবল ইবাদত নয়, বরং এটি একটি আত্মিক চর্চা, যা একজন মুসলমানের মন ও মস্তিষ্ককে আলোকিত করে।


আল-কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এর প্রতিটি শব্দ হিদায়াত, প্রতিটি আয়াত জীবনঘনিষ্ঠ বার্তা বহন করে।

আল্লাহ তাআলা বলেন—

“হে মানবজাতি! তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, যা অন্তরের ব্যাধির জন্য শিফা, এবং মু’মিনদের জন্য পথনির্দেশ ও রহমত।”
— (সুরা ইউনুস, আয়াত ৫৭)


বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র কয়েক আয়াত হলেও কুরআনের তিলাওয়াত একজন মানুষের চিন্তাজগতে শুদ্ধতা আনে। পাশাপাশি এটি একজন ব্যক্তিকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যা দুনিয়ার ঝামেলা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার একটি কার্যকর পন্থা।


রাসূলুল্লাহ (সা.) বলেন—

“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
— (বুখারী)

তিলাওয়াতের সময় কুরআনের সুর অন্তরে ছুঁয়ে যায়, চোখে অশ্রু আনে, হৃদয়ে প্রশান্তি দেয়। যেসব মানুষ প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন, তারা বলেন— এটি শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি এক ধরনের মানসিক প্রশান্তির উৎস।


আরেকটি হাদীসে রাসূল (সা.) বলেন—

“তোমরা কুরআন পাঠ করো, কারণ এটি কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে।”
— (সহীহ মুসলিম)


ইসলামী স্কলাররা মনে করেন, কুরআন তিলাওয়াত যত নিয়মিত হয়, জীবনের প্রতিটি কাজে তত বেশি বরকত নেমে আসে। এর মাধ্যমে একজন মানুষ নিজের খারাপ অভ্যাস থেকে ফিরে আসতে পারেন, হৃদয়ে আল্লাহর ভয় গড়ে ওঠে এবং তাকওয়া বৃদ্ধি পায়।

তাঁদের মতে, প্রতিদিন কুরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে একজন মুসলমান আল্লাহর পথে পরিচালিত হন, এবং কঠিন সময়েও ভেঙে না পড়ে শক্তি ও স্থিরতা লাভ করেন।


অতএব, কুরআন তিলাওয়াত কেবল ধর্মীয় অনুশীলন নয়, এটি আত্মিক প্রশান্তি, জীবনের গঠনমূলক দিকনির্দেশ এবং অফুরন্ত সওয়াবের এক স্থায়ী উৎস।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্ছ্বাস, জাতীয় নির্বাচনে পরিসর বৃদ্ধির দাবি

ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্ছ্বাস, জাতীয় নির্বাচনে পরিসর বৃদ্ধির দাবি