ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান ‘শিক্ষার্থীদের ৬ দাবির প্রত্যেকটিই যৌক্তিক’ মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত সবাই শিশু, শনাক্তে প্রয়োজন ডিএনএ টেস্ট উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ খালা, শিশুকে পাওয়া গেছে নিরাপদে নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগরের আজ প্রথম একক মিশন ছিল: সেনাবাহিনীর একজন কর্মকর্তা উত্তরায় বিমান বিধ্বস্তের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম উত্তরায় বিমান বিধ্বস্তে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৬ জনের পরিচয় মিলেছে

মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 

এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীবসহ প্রায় ৩০-৪০ জন স্বেচ্ছাসেবী।
 

জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনেকেই নামাজ, খাবার ও বিশ্রামের জন্য রমনা পার্ক এলাকায় অবস্থান নেন, ফলে পার্কে কিছুটা আবর্জনা ছড়িয়ে পড়ে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা রমনা পার্ক পরিষ্কার করেন।
 

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শাহবাগ, মৎস্য ভবন ও বেইলি রোড গেট থেকে এবং পার্কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
 

ড. হেলাল উদ্দিন বলেন, "পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির পর আমরা মনে করেছি, এই পার্ক পরিষ্কার করা আমাদের সামাজিক দায়িত্ব। জামায়াত ইসলামী অতীতেও মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে এমন কর্মসূচি পালন করেছে।"
 

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করেছে জামায়াত। সমাবেশে দলটির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, মৌলিক সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ একাধিক দাবি তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা

মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা