মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 

এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীবসহ প্রায় ৩০-৪০ জন স্বেচ্ছাসেবী।
 

জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনেকেই নামাজ, খাবার ও বিশ্রামের জন্য রমনা পার্ক এলাকায় অবস্থান নেন, ফলে পার্কে কিছুটা আবর্জনা ছড়িয়ে পড়ে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা রমনা পার্ক পরিষ্কার করেন।
 

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শাহবাগ, মৎস্য ভবন ও বেইলি রোড গেট থেকে এবং পার্কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
 

ড. হেলাল উদ্দিন বলেন, "পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির পর আমরা মনে করেছি, এই পার্ক পরিষ্কার করা আমাদের সামাজিক দায়িত্ব। জামায়াত ইসলামী অতীতেও মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে এমন কর্মসূচি পালন করেছে।"
 

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করেছে জামায়াত। সমাবেশে দলটির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, মৌলিক সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ একাধিক দাবি তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]